এম ভি কর্নফুলী এক্সপ্রেস জাহাজ টি কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া (এয়ারপোর্ট রোড) বি আই ডব্লিও টিএ ঘাট থেকে প্রতিদিন নিয়মিত ছেড়ে যাবে । কক্সবাজার এয়ারপোর্টের পেছনে নুনিয়ার ছড়া বিআইডব্লিউটিসি ঘাটথেকে উত্তর বাঁকখালী নদী হয়ে বঙ্গোপোসাগরে উঠবে জাহাজটি। এরপর মেরিন ড্রাইভের সাথে সমান্তরাল সমুদ্রপথ ধরে সেন্টমার্টিন পৌঁছাবে। কক্সবাজার এয়ারপোর্টের পেছনে নুনিয়ার ছড়া বিআইডব্লিউটিএ ঘাট। কক্সবাজারে হোটেল-মোটেল জোন থেকে নুনিয়ার ছড়া বিআইডব্লিউটিসি ঘাট দূরত্ব ৫ কিলোমিটার, পৌঁছাতে মোটামুটি ৩০ মিনিট সময় লাগবে।